সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:২২

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
কোল আনলোডার নিয়ে পায়রা বন্দরেমাদার ভ্যাসেল

কোল আনলোডার নিয়ে পায়রা বন্দরেমাদার ভ্যাসেল

dynamic-sidebar

খবর বরিশাল: কলাপাড়ায় পায়রা বন্দরে প্রথমবারের মতো এলো পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাসের দুইটি কোল আনলোডার।

 

চায়না থেকে ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী এমভি ঝি সান মাদার ভেসেলটি বৃহস্পতিবার বেলা ১১টায় পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। ১৮৬ দশমিক ৭ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজটির প্রস্থ ৪৬ মিটার।

 

এবারই প্রথম পায়রা বন্দওে ৪৬ মিটার প্রস্থ জাহাজ বন্দরের চ্যানেলে প্রবেশ করে। এসময় বন্দরের চেয়ারম্যান, আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালন ও চীনের উর্ধতন কর্মকর্তারা জেটিতে আসেন। জাহাজটি দেখতে উৎসুক মানুষেরও ভিড় ছিল।

 

আগামি জুন মাসে এই বিদ্যুত প্লান্টের প্রথম (৬৬০ মেগাওয়াট) উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আগামিকাল নাগাদ আনলোডার দুটি আনলোড করার কথা রয়েছে।

 

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াটের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে।

 

এর ফলে এই বন্দরে ৪৬ মিটার প্রস্থের প্রথম জাহাজ সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করতে পেরেছে। এর ফলে পায়রা বন্দরের জন্য আরেকটি সফলতা যুক্ত হল।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net