সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫০

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
জলমহালে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

জলমহালে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

dynamic-sidebar

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জলমহালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের সংঘর্ষ হয়। আহতরা হলেন, দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দা গ্রামের পছন্দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৫), একই ইউনিয়নের আহসানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এরুক মিয়া (২৫), বড়কান্দা গ্রামের রেন্টু মিয়ার ছেলে রাব্বিল (১৫), নোয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আবদুল বারি (৪৫), একই গ্রামের নজরুল হকের ছেলে নাজমুল হক (২৩) ও আব্দুর রহমানের ছেলে মেনু মিয়া (৪০)।

এলাকাবাসী জানায়, ছাকিদেয়ার জলমহালের ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের বিরোধ চলছে। মতি মিয়ার লোকজন তিন বছর মেয়াদে ৪৮ একর জলমহাল ইজারা নিলেও তারা আশপাশের লোকজনের শতাধিক একর জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এ নিয়ে সংঘর্ষে দুই বছর আগে সাদেক মিয়া নামে এক কৃষক নিহত হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াপাড়া এলাকায় ৪৮ একর আয়তনের ছাকিদেয়ার বিল লিজ নিয়ে মাছ চাষ করছেন ইজারাদার মতি মিয়ার লোকজন। নোয়াপাড়া এলাকায় জলমহালের বাইরে কৃষকদের জমিতে বাঁধ দিতে গেলে গ্রামবাসী ইজারাদারদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ইজারাদারদের বন্দুকের গুলিতে ছয় গ্রামবাসী আহত হয়।

তিনি জানান, আহতদের মধ্যে নাজমুলের অবস্থা গুরুতর। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net