শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
এবার ৮৬ প্রেক্ষাগৃহে ‘প্রেমী ও প্রেমী’

এবার ৮৬ প্রেক্ষাগৃহে ‘প্রেমী ও প্রেমী’

dynamic-sidebar

প্রেমের গল্প নিয়েই বেশি সিনেমা নির্মাণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। এবার তিনি নির্মাণ করেছেন ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমা। এতে  জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। আগামীকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিনেমাটি সারাদেশে মোট ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।

কয়টি হলে সিনেমাটি মুক্তি পাবে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, ‘এখন পর্যন্ত ৮৬টি হল বুকিং হয়েছে। হল সংখ্যা আর বাড়াতে চাচ্ছি না। আমাদের ইচ্ছে ছিল ৫০টি হলে সিনেমাটি বুকিং দিব। পরের সপ্তাহে বাকি হলে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল।’

তিনি আরো বলেন, ‘প্রেমী ও প্রেমী সিনেমার গল্প ও নির্মাণ ভালো হয়েছে। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলবে বলে আশা করছি।’

ইতোমধ্যে এ সিনেমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে গানগুলো বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি সিনেমাটি বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছে।

অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারাদেশে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net