রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
দেশবিরোধী প্রচারণার দায়ে চিকিৎসকের কারাদণ্ড

দেশবিরোধী প্রচারণার দায়ে চিকিৎসকের কারাদণ্ড

dynamic-sidebar

অনলাইন ডেস্ক:ভিয়েতনামে একজন চিকিৎসককে দেশবিরোধী প্রচারণার দায়ে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার হো চি মিন সিটির এক আদালত এ দণ্ডাদেশ দেন।

বার্তা সংস্থা এএফপি আজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ওই চিকিৎসকের নাম হু ভেন হেই (৫৪)। তাঁকে ২০১৬ সালের নভেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি সরকারের সমালোচনা করে ধারাবাহিকভাবে ব্লগে পোস্ট করেছিলেন—যা দেশটির ইন্টারনেট ব্যবহার নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আদালত।

ভিয়েতনামের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ভিএএক্সপ্রেসের খবরে বলা হয়, ওই চিকিৎসক ৭৫টি নিবন্ধ অনলাইনে প্রকাশ করেন এবং নিজের কম্পিউটারে জমা রাখেন। এসব নিবন্ধের ৩৬টি দেশটির ব্যবস্থাপনা নীতি, ইন্টারনেট ব্যবহারের বিধান লঙ্ঘন করেছে।
এর আগে গত বুধবার আরও তিন ব্যক্তিকে দেশবিরোধী প্রচারণার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ডানপন্থীদের অভিযোগ, এভাবে বিরোধী মতকে দমন করা হচ্ছে।
এ ছাড়া ২০১৬ সালে তাইওয়ানের বৃহৎ ইস্পাত কোম্পানি ফরমোসার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ার অভিযোগ রয়েছে ওই চিকিৎসক হেইয়ের বিরুদ্ধে। হেইয়ের অভিযোগ ছিল, ওই কোম্পানি সাগরে বিষাক্ত বর্জ্য ফেলছে। যার ফলে ভিয়েতনামের উপকূলে লাখ লাখ টন মাছ মারা যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যে বিপর্যয় ডেকে আনছে। হেইয়ের এ আহ্বানে সীমিত আকারে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে হেইয়ের বিরুদ্ধে শাস্তি ঘোষণার পর ভিয়েতনামে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। এতে হেইসহ অন্য বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো নাগরিককে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়ান আহ্বান জানানো হয়েছে।

ভিয়েতনামে ব্লগার, অ্যাকটিভিস্ট ও আইনজীবীদের সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দণ্ড দেওয়া হচ্ছে। বিরোধী মত দমনে ২০১৬ সাল কঠোর অবস্থান নিয়েছে কমিউনিস্টশাসিত এ দেশটির নেতৃত্ব। গত বছর কমপক্ষে ২৪ অ্যাকটিভিস্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই ২৪ জনের পাশাপাশি আরও ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৭ সালকে ভিয়েতনামের অ্যাকটিভিস্টদের জন্য নিকৃষ্টতম বছর বলেও অভিহিত করে সংস্থাটি।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net