সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
ঝালকাঠি পৌর খেয়াঘাট ইজারা নিলেও মাঝিদের স্বেচ্ছাশ্রমে নদীতে ঘাটলা

ঝালকাঠি পৌর খেয়াঘাট ইজারা নিলেও মাঝিদের স্বেচ্ছাশ্রমে নদীতে ঘাটলা

dynamic-sidebar

ঝালকাঠি পৌর খেয়াঘাট থেকে পোনাবালিয়া ইউনিয়নের নয়ারাস্থা মধিপুরের ট্রলার ঘাট না থাকায় চরম দূর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীসহ ট্রলার মাঝিদের। তাই জোড়াতালি দিয়ে মাঝিদের নিজ খরচে ও স্বেচ্ছাশ্রমে প্রায়ই কাঠের ঘাট তৈরী করতে হচ্ছে। দীর্ঘদিনেও এখানে পাকা ট্রলার ঘাট নির্মান না করায় প্রতিদিন শতশত যাত্রীদের ট্রলারে উঠতে নামতে হয়রানী হতে হচ্ছে। কারন নদীর পানি জোয়ার ভাটায় উঠানামা করায় যাত্রীদের কাঁদা পানি পেরিয়ে উঠানামা করতে হয়। প্রতি বছর প্রায় দেড় লাখ টাকার বিনিময়ে ইজারা দেয়া হলেও সুগন্ধা নদীর দুপাড়েই নির্মান করা হয়নি কোন পাঁকা ঘাট বা সিঁড়ি। তাই ইজারাদারসহ সাধারন যাত্রীদের দাবি দ্রুত সুগন্ধা নদীর দুই পাড়ে পাঁকা ঘাট বা সিঁড়ি নির্মান করা হোক।
এ বিষয়ে ঘাটের ইজারাদার সাইদুল ব্যাপারী জানান, দেশের উন্নয়নে এত কাজ করা হয় শুনছি, কিন্তু আমাদের পৌর খেয়া ঘাটের যাত্রী দূর্ভোগ লাঘবে এখানে কোন পাঁকা ঘাট নির্মান করা হয়নি। এ জন্য আমরা এলাকার শিল্পমন্ত্রী, পৌর মেয়র, পোনাবালিয়া ইউপি চেয়ারম্যানসহ সবার স্বরণাপন্ন হলেও কোন সুফল পাইনি। ইজরাদার আরো জানান, পৌর সভা থেকে প্রতি বছর এ ঘাট মোট প্রায় ২ লাখ টাকায় ডাক নেই। কিন্তু আজ পর্যন্ত নদীর দুপাড়ে কোন পাকা স্থায়ী ট্রলার ঘাট নির্মান না করায় প্রায়ই ঘটছে দূর্ঘটনা। তাই বাধ্য হয়ে আমরা নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে
কাঠের তৈরী ঘাট নির্মান করছি। এ ঘাট দিয়ে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের উঠানামা মারাত্মক ঝুকিপূর্ণ। এ ঘাটের মাঝি মো. বেলায়েত জানান, ইতিপূর্বে জেলা পরিষদ থেকে একটি ঘটনা নির্মান করা হলেও তা মাটির নীচে দেবে গেছে। তাই আমরা এ ঘাটের ২৪ জন মাঝি প্রতিবছরের ন্যায় এবারো নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে এভাবে ঘটালা নির্মান করে দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। গতকাল সোমবার নদীর ওপাড়ে গিয়ে দেখা যায় মাঝিরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে নদীতে ঘটলা নির্মান করছে। এ বিষয়ে ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানান, এই ঘটলা দুটি নির্মানের বিষয়ে আমার পরিকল্পনা আছে। বিশেষ করে যাত্রীদের দূর্ভোগ লাঘবের বিষয়টি মাথায় রেখেই ইতিমধ্যেই ঘটলার প্রাক্কলণ তৈরী করা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ হলেই দুপাড়ে ঘটলা নির্মান করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net