সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা দিতে পারে বিএনপি

সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা দিতে পারে বিএনপি

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা সন্ধ্যায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধাবর (৫ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি। তবে আশা করছি আজকের মধ্যে করে ফেলতে পারবো। যদি তা পারি তাহলে সন্ধ্যার পরে ঘোষণা করা হবে।’

নির্বাচনের পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘এটা আর বলার অপেক্ষা রাখে না নির্বাচন প্রহসনে পরিণত হতে চলেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরে থাক এখন চেষ্টা করা হচ্ছে এটাকে আরও কী করে খারাপ করা যায়। খানা-খন্দর আরও খোঁড়ার চেষ্টা হচ্ছে। প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।’

‘নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে যে পরিপত্রগুলো জারি করেছে সেগুলো কখনোই নির্বাচনের সহায়ক নয়।’

তিনি বলেন, ‘নির্বাচনের যে বিধিতে আছে যে মনোনয়নপত্র দাখিলের পর যতক্ষণ প্রতীক বরাদ্দ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সভা-সমাবেশ-মিছিল করা যাবে না। অথচ আওয়ামী লীগ প্রতিদিন সভা-সমাবেশ-মিছিল করছে।’

‘আমি স্পষ্ট করে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে মৌলিক নীতিগত অবলিগেশন থাকে দেশবাসীর কাছে বলুন আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছি না।’

‘অন্যথায় সংবিধান আপনাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে আপনারা নির্বাচনটাকে নিরপেক্ষ করার সমস্ত ব্যবস্থা করুন। আমরা কমিশনকে বার বার বলেছি, আমরা দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করবো। কিন্তু সরকারের মন্ত্রী ও সরকারি দলের নেতারা যা বলবেন সেভাবে কাজ করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

আওয়ামী লীগ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে ‘একদলীয় ও এক তরফা’ নির্বাচন করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনে এসেছি আন্দোলনের অংশ হিসেবে। একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে, হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। আমরা জোর দিয়ে বলছে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হোক, আটক নেতা-কর্মীদের মুক্তি দেয়া হোক।’

প্রতিদিন নতুন নতুন মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, ‘এতো হীনমন্যতা কেন? এতো ভয় কেন? কারণ একটায় যদি সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায় তাহলে তারা কোনো মতেই সফল হতে পারবে না, তাদের ভরাডুবি হবে।’

ভোটারদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, ‘এ দেশ আপনাদের। নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে-এটা নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব। নির্বাচনের দিন বেরিয়ে আসুন, ভোট কেন্দ্রে যান, ভোট নিশ্চিত করুন, ভোট সুরক্ষা করুন।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net