রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৫

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
বরিশাল -২ আসনের প্রার্থী শাহে আলমের হুঙ্কারে বিব্রত সাংবাদিক মহল

বরিশাল -২ আসনের প্রার্থী শাহে আলমের হুঙ্কারে বিব্রত সাংবাদিক মহল

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :: সাংবাদিকদের সাথে পরিচিতমূলক মতবিনিময় সভায় এক সাংবাদিককে ‘হুমকি’ দিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহে আলম বলে জানা গেছে। আজ (১৯ ডিসেম্বর) বরিশাল নগরীর সাউথ কিং রেস্তোরায় বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুসারে বেলা ১২টায় ওই রেস্তোরায় মতবিনিময় সভার আয়োজন করেন বরিশাল-২ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী শাহে আলম। শুরুতেই তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। তার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে চ্যানেল২৪ এর বরিশাল ব্যুরো প্রধান সংবাদ সরাসরি সম্প্রচারের জন্য কথা বলতে থাকা শাহে আলমের কাছ থেকে অনুমতি নিতে যান।

একইসাথে অনুরোধ জানান, যেন সরাসরি সম্প্রচারে প্রার্থী (শাহে আলম) কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহে আলম। তিনি বলেন, ‘আমি এসব ডিজার্ব করি না। এই ছেলে তুমি চেনো আমাকে? আমি শাহে আলম! তোমার সম্পাদক কে? তাকে আমার কথা জিজ্ঞেস করো।’ এ পর্যায়ে তিনি আবারও বলেন, ‘আমি শাহে আলম। তোমার সম্পাদককে ফোন দেব?’সংসদ সদস্য প্রার্থীর এমন আচরণে বিব্রত হয়ে পরেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দসহ সংবাদকর্মীরা।তার ‘চেনো আমাকে, আমি শাহে আলম’ বক্তব্যটুকু প্রত্যাহারের অনুরোধ জানান উপস্থিত সাংবাদিকরা। কিন্তু তিনি তার অবস্থানে অনড় থাকেন।শাহে আলমের এমন আচরণে মতবিনিময় সভা বর্জন করেন নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল। পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত টেলিভিশন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সভাস্থল থেকে বের হয়ে যেতে দেখা গেছে।

এক পর্যায়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস তার বক্তব্যে শাহে আলমকে অনুরোধ করেন, চ্যানেল২৪-এর ব্যুরো প্রধানের সাথে অসৌজন্যমূলক আচরণে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির কথা বলে মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু শাহে আলম বলেন, ‘আমি কোন ভুল করিনি। আমি ঠিক করেছি’ বলে জানান উপস্থিত সাংবাদিকরা। এ বিষয়ে চ্যানেল২৪-এর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা বলেন, ‘পুরো ঘটনায় আমি বিব্রত।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net