শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:২২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

নগরীর লঞ্চঘাট-বেলতলা সড়কে অটো চালকদের নৈরাজ্য

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদ ॥ বরিশাল নগরীর লঞ্চঘাট টু বেলতলা রুটের হলুদ অটো রিকসা চালকদের খামখেয়ালিপনার কারনে দীর্ঘদিন কোনঠাসায় রয়েছেন এসব এলাকার যাত্রীরা। ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা এসব বাহনের কারনে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লঞ্চঘাট টু বেলতলা রুটে প্রায় কয়েকশ অটোরিকসা চলাচল করে। রিকসার চেয়ে ভাড়া তুলনামূলক কম হওয়ার সাধারন মানুষ এই বাহনেই বেশি যাতায়াত করেন। আর তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে অধিকমুনফা লাভের আশার চালকরা চলাচল করছেন অতিরিক্ত যাত্রী নিয়ে। সাধারনত এই অটো রিকসায় ৫জন কোনমতে বসতে পারে কিন্তু ৫জনের স্থানে বসানো হচ্ছে ৮জনকে। বিভিন্ন সময়ে সচেতন যাত্রীরা এর প্রতিবাদ করলে পরতে হয় চালকদের রোষানলে।

একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন,‘রিকসা কিংবা অন্যান্য যানবাহনের চেয়ে ভাড়া একটু কম হওয়ায় আমরা অটোরিকসায় চলাচল করি। কিন্তু চালকরা জোড়পূর্বক ৫জনের জায়গায় ৮জন বসায়। আমরা এর প্রতিবাদ করলে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। প্রায় সব গাড়িতেই ঘটে এমন ঘটনা।’
রেশমি বেগম নামে এক যাত্রী বলেন, ‘এমনিতেই অটোরিকসায় জায়গা খুব কম, তার উপর যদি ৭/৮ জন বসানো হয় তাহলে আমাদের গাদাগাদি করে বসতে খুব সমস্যা হয়। গাড়িতে মহিলা থাকলেও ওরা ওদের খেয়াল-খুশি মতো যাত্রী নেয়। এরা সঠিক নিয়মে গাড়ি চালালে আমাদের মতো সাধারন মানুষদের খুব উপকার হয়।’ অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা।

৫নং ওয়ার্ড পলাশপুল এলাকার এক বাসিন্দা বলেন, ‘অটো রিকসায় খুব সহজে চলাচল করা যায় ঠিক আছে কিন্তু এতে অনেক সমস্যাও আছে। এই যে বেশি যাত্রী নিয়া এরা চলাচল করে এর ফলে মাঝে মধ্যে দেহা যায় এহানো ওহানে কাইত হইয়া গাড়ি পইরা যায়। আর ওরা গাড়ি যেমনে টানে, যাত্রীগো মনে হয় মানুষ বইলা মনে করেনা ওরা।কসাইখান এলাকায় এই অটোর ধাক্কা পাঁচ বছর বয়সি এক মাদ্রাসা ছাত্র মারা গেছিলো। হেরপরেও ওগো হুশ হয়নাই। ’
এদিকে এ রুটে রয়েছে অসংখ্য অদক্ষ অটো রিকসা ড্রাইভার। কোন নিয়ম নীতিকে তেয়াক্কা না করে গাড়ি চালাচ্ছেন এরা।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) এসি মাসুদ রানা জানায়,‘ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। লঞ্চঘাট টু বেলতলা রুটের বিষয়টি আমাদের নজরে ছিলোনা। অটোরিকসায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কোন সুযোগ নেই।’ অটো চালকদের এসব অনিময় বন্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলে জানায় এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net