শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি

বরিশালে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরের ভাই ভাই সুপার মার্কেটের পোদ্দার ক্লোথ ষ্টোরের গোডাউনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

শুক্রবার সকালে গোডাউন মালিক অলোক পোদ্দার জানান, অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার কাপর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল করিম টিুটসহ কমপক্ষে ১০জন গুরুত্বর আহত হয়েছেন। তাদের বরিশাল শেবাচিম ও গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

প্রত্যক্ষদর্শী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া ও ব্যবসায়ী সজল ঘোষ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ভাই ভাই সুপার মার্কেটের দোতলায় পোদ্দার ক্লোথ ষ্টোরের গোডাউনে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী, থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের আনার কাজ শুরু করেন। পরবর্তীতে পাশর্^বর্তী আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে ভয়াবহ অগ্নিকান্ডে একই উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামের মহিউদ্দিন বেপারীর বসতঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net