মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:১৮

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে কেহ যেন বিনা চিকিৎসায় মারা না যায়-জেলা প্রশাসক

বরিশালে কেহ যেন বিনা চিকিৎসায় মারা না যায়-জেলা প্রশাসক

dynamic-sidebar

বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেছেন, আমাদের সমাজে ভাল কথা ভাইরাল হয় না,মিথ্যা কথা ভাইরাল হয় বেশী।আমরা চাইনা বরিশালে বিনা চিকিৎসায় কেহ যেন মারা না যায়। এঘটনাকে কেন্দ্র করে কোন গোষ্ঠি অপ-প্রচার করে ফায়দা লুঠতে না পারে সেদিকে লক্ষ রেছে সচেতন হয়ে কাজ করতে হবে।সকল ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ঙেঙ্গুই একমাত্র সমস্যা না আমাদের অনেক সমস্যা আছে। অন্যদিকে ভাল কথায় কেহ সচেতন হতে চায় না। শাস্তি যোগ্য অপরাধের আওতায় আনা হলে সকলকেই সচেতন করা সম্ভব হবে। তাই নিজ নিজ সরকারী-বেসরকারী দপ্তর, সকল শিক্ষা প্রতিষ্ঠান,বাসা-বাড়ি ও আশ-পাশের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সকল সমাজের মানুষের প্রতি আহবান জানান তিনি।

আজ ১লা আগস্ট বিকালে জেলা প্রশাসক দপ্তরের সম্মেলন কক্ষে নিজ নিজ পরিস্কার রাখি আঙ্গিনা,সবাই মিলে সুস্থ থাকি মশক নিধনে কাজ করি’ এ প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এবং কার্যকারী প্রদক্ষেপ গ্রহণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উন্মুক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস,, সদ্য পুলিশ সুপার আঃ রাকিব, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আঃ লতিফ,জেলা ডিপুটি মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার বীর প্রতিক মহিউদ্দিন মানিক, বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আনোয়ার হোসেন,জেলা ও প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন,বিসিসি ভেটেনারী চিকিৎসক রবিউল ইসলাম, বরিশাল বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ার হোসেন,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সহ নগরীর সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,বেসরকরী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগন ও স্বেচ্ছাসেবক সংগঠনের যুব কর্মীরা অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন স্প্রে মেসিন ক্রয় করে ব্যবহার করার জন্য আহবান জানান।

বরিশাল সিটিতে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য বিসিসিকে নজরদারী রেখে কাজ করতে হবে এক্ষেত্রে নগরবাশী আইন অমান্য করলে সিটি কর্তৃপক্ষ আইনগত সহায়তা চায় তাহলে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।

এছাড়া বরিশাল-ঢাকা যাত্রীবাহী লঞ্চ ও বাসে মশক ঔষদ ব্যবহার জন্য নির্দেশ দেয়া হয়। তাছাড়া সকল বাসা বাড়িতে মশারী ব্যবহার করার জন্য আহবান করেন।

অপরদিকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন ড্রেন ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ফকার মেসিন দিয়ে মশক নিধন ঔষদ স্প্রে করা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net