সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪০

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালে ১ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর সংলগ্ন ডিঙ্গামানিক এলাকা থেকে ৬ হাজার ও বরিশাল নগরের জর্ডন রোড এলাকা থেকে আরো ১৪ হাজার হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুইজন হলেন চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের গাজী মাকসুদুল আলম ওরফে (৪২) ও বরিশাল নগরের জর্ডন রোড এলাকা থেকে রাজন।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে পৃথক ভাবে তাদের আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই সমিরন মন্ডল, এএসআই শরিফ, এএসআই সুমনসহ পুলিশের একটি টিম। সূত্র জানায়, চরমোনাই থেকে প্রথমে ৭ হাজার পিস ইয়াবাসহ নান্টুকে গ্রেপ্তার করে পুলিশ পরে তার স্বীকারোক্তীতে নগরের জর্ডন রোড এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ অপর একজনকে আটক করে। বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। তিনি বলেন,পৃথক দুটিস্থান থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যার মূল্য বাজারে ১ কোটি টাকা। তিনি আরো বলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশের মাদক উদ্ধার সংক্রান্তের সবচেয়ে বড় সাফল্য এ অভিযান। এর আগে কখনো এতবড় চালান বরিশালে উদ্ধার করা হয়নি। আটকৃত নান্টু র্দীঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত। নান্টু ইয়াবা ব্যাবসা করে নামে বেনামে অনেক সম্পত্তির মালিক হয়েছে। নান্টু ১৯৯৫ সালে বিএম কলেজ ছাত্রী আলোচিত স্মৃতি কনা অপহরন ও ধর্ষন মামলায় ১০ বছর কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে পূর্নরায় মাদক ব্যাবসা শুরু করেন। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)এর ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net