শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:২৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বরিশাল জেলা

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বরিশাল জেলা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)-২০১৯ এর বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনালে পিরোজপুর জেলাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বরিশাল জেলা। আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, বরিশাল বিভাগের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৩ টার খেলায় বালক অনূর্ধ্ব ১৭ এর প্রথম সেমিফাইনাল খেলায় বরিশাল জেলা বনাম পিরোজপুর জেলার মধ্যকার খেলায় পিরোজপুর জেলাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল জেলা।

এ বিজয়ের ফলে ২৯ তারিখ ফাইনালে খেলবে বরিশাল জেলা।

আজ সেমিফাইনালের খেলা গ্যালারিতে বসে উপভোগ করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার বরিশাল, হোসাইন আহমেদসহ সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাবেক-বর্তমান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালের প্রথম খেলায় অংশগ্রহণ করবে, বালিকা সকাল ১১ টায়। অপরদিকে দ্বিতীয় ফাইনাল খেলায় বালক দুপুর ২ঃ৩০ মিনিটে খেলা অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net