বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে শ্রমিকের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ, আহত ৮

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে দুই দল শ্রমিকের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতসহ কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদের ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন বাদি হয়ে ৫ জনের নামোউল্লেখ করে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, গৌরনদীর টরকী মাহেন্দ্রা চালক সমিতির সদস্য কালু সরদার (৩০) গতকাল রোববার সকাল ১০ টার দিকে গৌরনদী বাসষ্টান্ডের মাহেন্দ্রাষ্টান্ডে শৃংখলা ভঙ্গ করে গাড়ি পার্কিং করলে মহাসড়কে ঝানঝটের সৃষ্টি হয়। এ সময় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির লাইনম্যান মামুন কাজী (২৫) তাকে গাড়ি সরিয়ে নিতে নির্দেশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কালু সরদার মামুন কাজীকে গালাগাল দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতান্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতাহাতির পরে কালু ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার জের ধরে সকাল ১১টার দিকে কালু সরদারের নেতৃত্বে টরকী মাহেন্দ্রা সমিতির ১০/১২ জন সদস্য লোহার রড, দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গৌরনদী বাসষ্টান্ডে গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮ জন রক্তাক্ত জখম হন।

গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন অভিযোগ করে বলেন, সকাল ১১টার দিকে টরকী মাহেন্দ্র সমিতির ১০/১২ জন শ্রমিক আমাদের সমিতির শ্রমিকদের ওপর লোহার রড, লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শ্রমিক মামুন কাজী (২৫), আলী আহম্মেদ (৩০), জোনাব আলী শরীফ (৪৫), নুর ইসলামকে (৩৫) পিটিয়ে ও জখম করে। আমি বাড়ি থেকে ষ্টান্ডে পৌছামাত্রই কালু সরদার ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে আমাকে রক্তাক্ত করে। খবর পেয়ে আমাদের সমিতিভূক্ত সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও সমিতির সদস্যরা আমিসহ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালু সরদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষ্টান্ডে গাড়ি রাখায় আমাকে মারধর করা হয়। পরবর্তি আমার সমিতির (টরকী সমিতির) লোকজন বিষয়টি জানতে আসলে তাদের দুইজনকে মারধর করা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে ১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net