শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
চার দিনের টেস্ট নিয়ে বিভক্ত দ: আফ্রিকা বোর্ড ও খেলোয়াড়রা

চার দিনের টেস্ট নিয়ে বিভক্ত দ: আফ্রিকা বোর্ড ও খেলোয়াড়রা

dynamic-sidebar

 চার দিনের টেস্ট ম্যাচ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ভারত বিশেষ এ ম্যাচে অংশ নিতে অপরাগতা প্রকাশ করায় জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
তবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ম্যাচটি পাঁচ দিনের পরিবর্তে চার দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পাঁচ দিনের টেস্ট চার দিনে খেলার বিষয়ে একেবারেই একমত নয় প্রোটিয়া ক্রিকেটাররা। দলীয় অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘আমি বিশ্বাস করি একটি সত্যিকারের টেস্ট ম্যাচের জন্য পাঁচ দিন সময় দিতে হয়। আর সেটিই হচ্ছে টেস্ট ম্যাচের বৈশিষ্ট্য।’
প্লেসিস ও প্রোটিয়া দলের ওপেনিং ব্যাটসম্যান ডিন এলগার আশা করছেন টেস্ট ম্যাচটি পাঁচ দিনেরই হবে। কারণ পচেফস্ট্রুমে সফরকারী বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের সহজ জয়টি পেতেও ম্যাচ গড়িয়েছে পাঁচ দিনে। প্লেসিসের মতে দৈর্ঘ্য এক দিন কম হলে ম্যাচটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। তিনি বলেন, ‘আমি পাঁচ দিনের টেস্টের অনুরাগী। আমার মতে একটি সত্যিকারের টেস্ট ম্যাচের ফলাফল পাঁচ দিনের আগে নির্ধারণ হয় না। এ কারণেই টেস্ট ক্রিকেটকে আলাদা মর্যাদা দেয়া হয়। অন্য দিকে চার দিনের ম্যাচ হওয়ায়ই প্রথম শ্রেনির ক্রিকেটকে অনেক সহজ মনে হয়।’
এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে এখনো টেস্ট ছাড়া সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অংশগ্রহণ করেননি এলগার। তিনিও পাঁচ দিনে ক্রিকেটের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, ‘আমি হচ্ছি পাঁচ দিনের টেস্ট বিশেষজ্ঞ। যে কারণে আমি সেদিকেই আমার অভিমত ব্যক্ত করছি। আপনি যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন টেস্ট ক্রিকেটকে কিছুটা গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয়। আপনি যদি ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় এমনকি দক্ষিণ আফ্রিকায়ও একটি বড় দলের বিপরীতে টেস্ট খেলেন, তাহলে দেখবেন বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়েছে। আশা করছি আসন্ন ম্যাচটি পাঁচ দিনেরই হবে।’
সদ্য বিদায়ী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত অনানুষ্ঠানিক আলাপ-আলোচনার মাধ্যমে চার দিনের টেস্ট খেলার বিষয়টি সামনে নিয়ে এসেছিলেন। খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্তটি গ্রহণের কথা ছিল। তবে সেই আলোচনা ছাড়াই আগামী ডিসেম্বরে চার দিনের দিবা-রাত্রির টেস্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেয় সিএসএ।
 
এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স এসোসিয়েশনের এসএসিএ’র প্রধান নির্বাহী টনি আইরিশ সুনির্দিষ্ট আলোচনা ছাড়াই বিদায়ী লরগাতের নেতৃত্বাধীন সিএসএ’র নেয়া সিদ্ধান্তটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ জন্য যথেষ্ট আলাপ-আলোচনার প্রয়োজন ছিল। কারণ সেখানে অনেকগুলো বিষয় জড়িত। নতুন ফর্মেটের জন্য বিশাল পরিবর্তন আসবে। কারণ এটি চারদিনের এবং দিবা-রাত্রির ম্যাচ। খেলা হবে গোলাপি রংয়ের বল নিয়ে। যা আগে কখনো হয়নি।’
তিনি বলেন, ‘এ জন্য আইসিসি’র স্বীকৃতি পাওয়াটা জরুরী। এটি নিয়ে অনেক কাজও করতে হবে। জরীপে অধিকাংশ খেলোয়াড় পাঁচ দিনের ক্রিকেটের প্রতি নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।’
গত সপ্তাহে প্রধান নির্বাহীর পদ ছেড়ে যাওয়া লরগাত চার দিনের ক্রিকেটের জোড়ালো সমর্থক হলেও তার বিদায়ে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে নারাজ সিএসএ’র সভাপতি ক্রিস নেনজানি। তিনি বলেন, ‘এটি একটি প্রতিষ্ঠান। যখন একটি প্রতিষ্ঠান কোন পরিকল্পনা প্রণয়ন করে তখন সেটি আর কোন এক জনের বিষয় থাকে না। তাই প্রতিষ্ঠান হিসেবে আমরা এই পরিকল্পনা নিয়েই আগাতে চাই।’ বাসস।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net