রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

চাপের মুখে বাংলাদেশ

dynamic-sidebar

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ব্যাটসম্যানরা যেন আত্মহুতির মিছিলে নেমেছেন। দক্ষিণ আফ্রিকার পাহাড় সমান রান তাড়া করতে নেমে একের পর এক ব্যাটসম্যানকে হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান।

দলীয় ১৩ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায়। ২৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর দলীয় ৩৬ রানে তৃতীয় উইকেট, ৪৯ রানে চতুর্থ উইকেট, ৬১ রানে পঞ্চম এবং ৬৫ রানে ষষ্ঠ উইকেটের পতন হয়। দলীয় ১১৫ রানে দুয়ান্নে অলিভিয়ারের বলে বোল্ড হন তাইজুল ইসলাম। তিনি করেন ১২ রান। তাইজুল ইসলাম আউট হওয়ার আগে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন লিটন দাস। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই আতঙ্ক ছড়িয়েছেন প্রোটিয়ার পেসাররা। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের আউটই করা যাচ্ছিল না, সে উইকেটে ৪৯ রান তুলতেই বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। এই চার ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। তারা হলেন- সৌম্য সরকার (৯), মমিনুল হক (৪), মুশফিকুর রহিম (৭), মাহমুদুল্লাহ রিয়াদ (৪)। ইমরুল কায়েস ২৬ রান করে আউট হন। আর সাব্বির রহমানের ব্যাট থেকে কোনো রান আসেনি।

শনিবার ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রোটিয়াদের দাপট ঠিকই অব্যাহত থাকে। লাঞ্চের বিরতির কিছুক্ষণ পর ৪ উইকেটে ৫৭৩ রান তোলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন। তারা হলেন ডিন এলগার (১১৩), এইডেন মার্করাম (১৪৩), হাশিম আমলা (১৩২), ফাফ ডু প্লেসিস (১৩৫)।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net