বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে করোনায় আক্রান্ত দেড় হাজার ছুঁই ছুঁই

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগের ৬ জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৪৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৭৭ জন ও মৃত্যু হয়েছে ৩২ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বিভাগের ৬ জেলায় ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বরিশাল, পিরোজপুর ও ভোলায় ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা আবদুস সালামের (৬০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ৩২ জনে। এ দিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে সংক্রমিত হয়ে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

১০ মার্চ থেকে সিটি কর্পোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১৭ হাজার ৩৬৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে ১৫ হাজার ৮৪১ জনকে পাঠানো হয়। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩ হাজার ১৮৯ জনকে। এ ছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৫২২ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ৯৯১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আইসোলেশন সেবা নেয়া রোগীর সংখ্যা ৯৬৫ জন এবং এরই মধ্যে ৪৫৮ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এ ছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগে এ পর্যন্ত বরিশাল জেলায় ৮৭২ জন, পটুয়াখালীতে ১৬৫, ভোলায় ১১৬, পিরোজপুরে ১০২, বরগুনায় ১১৬ ও ঝালকাঠিতে ৮১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে গোটা বিভাগে ৩৭৭ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। করোনায় মৃত্যুবরণ করা ৩২ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১২ জন, পটুয়াখালীতে ১০ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net