রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

পটুয়াখালীতে অর্ধকোটি টাকার সিগারেট চুরি

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে হাজউ এন্ড সন্স এর সিগারেট চুরি নিয়ে ধুম্রজালের সৃস্টি হয়েছে। পারিবারিক বিরোধ নাকি জুন মাসে বাজেটে সিগারেটের মূল্য বৃদ্ধিতে মজুত করা এ নিয়ে শহরে জুড়ে চলেছে নানান জল্পনা কল্পনা। সিগারেট চুরির বিষয়ে হাজী এন্ড সন্স এর পক্ষ থেকে মামলা করায় পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

ব্রিটিশ আমরিকান টোবাকো’র পটুয়াখালীর জেলার ডিলার হিসেবে মেসার্স হাজী এন্ড সন্স দীর্ঘ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছে। তবে সম্প্রতিক সময়ে হাজী এন্ড সন্স এর শেয়ারদের মধ্যে পারিবারিক বিরোধীতা তৈরী হয়।

এরই মধ্যে গত ৭ জুন হাজী এন্ড সন্স এর পরিচালক আলহাজ্ব আঃ জব্বার মৃধা বাদী হয়ে সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যাতে হাজী এন্ড সন্স এর শেয়ার হোল্ডার এবং জব্বার মৃধার ভাইর ছেলে যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা কে প্রধান করে মোট সাত জনের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়।

এই মামলায় আঃ জব্বার মৃধা অভিযোগ করেন, গত ৪ জুন দুপুর ১টা থেকে ৬ জুন সকাল ৭টার মধ্যে পটুয়াখালীর পৌরসভার পুরান বাজারস্থ হাজী এন্ড সন্স এর গোডাউনের দরজার সামনে সুরঙ্গ করে এবং গেট ও কলাবসবিল গেট কেটে আসামীরা বেনসন সুইচ ২৪০ শলাকা মূল্য ২৮৬৪ টাকা, বেনসন ফুল ফেলেভার মূল্য ৩ লক্ষ আশি হাজার শলাকা মূল্য ৪৫,৩৫,৩৩৮ টাকা। গোল্ডলিফ ফুল ফেলেভার ৮০ ০০০ শলাকা মূল্য ৭,৩৪,০৮০ টাকা।

সর্ব মোট ৫২ লক্ষ ৭২ হাজার ২৮২ টাকার সিগারেট চুরি করে নিয়ে যায়। মামলায় আরও দাবী করা হয়, ‘স্থলের সুরঙ্গ করা স্থান পর্যবেক্ষন করে দেখা যায় অফিস সংলগ্ন দক্ষিণ পাশের টিন সেট বিল্ডিং এর মালিক জনৈক ফারুক জোমাদ্দার, পিতা মৃত আব্দুল হক জোমাদ্দর। কিন্তু বর্তমানে উক্ত বিল্ডিং ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধার তত্ত্বাবধানে রয়েছে এবং যা তালা মারা রয়েছে বলেও মামলায় উল্লেখ করেন।

এদিকে হঠাৎ করে জুন মাসের শুরুর দিকে শহরের ব্যস্ততম একটি এলকায় কিভাবে পঞ্চাস লঞ্চ টাকার সিগারের চুরি হতে পারে তা নিয়ে শহরবাসীর মধ্যে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে।

অপরদিকে সিগারেট চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ এ বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্তে নামে। এরই ধারাবাকিতায় গত ১৬ জুন দুপুরে মামলার বাদী আলহাজ্ব আঃ জববার মৃধার বাড়িতে বিপুল পরিমান সিগারেট মজুত করা অবস্থায় পাওয়া যায়। এর প্রেক্ষিতে পুলিশ ওই সিগারেটের সমূহ সিজার লিস্টে অন্তভুক্ত করে এবং এর স্বপক্ষে হাজী এন্ড সন্স ও ব্রিটিশ আমেরিকান টোবাকোর পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিলের কথা বলে।

এ বিষয়ে মামলার বাদী ও হাজী এন্ড সন্স এর পরিচালক আলহাজ্ব আঃ জব্বার মৃধার কাছে জানতে চইলে তিনি বলেন, আমরা মামালা করেছি, পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। তবে বাড়িতে সিগারেট রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ করোনার কারনে এক সাথে বেশি সিগারেট সরবরাহ করায় মালিক পক্ষের সবাইকে অবহিত করেই আমার বাড়িতে সিগারেট রাখা হয়েছে।’

প্রতি বছর জুনে বাজেটে যেহেতু সিগারেটের মূল্য বৃদ্ধি পায় সে জন্য এই সিগারেট মজুত করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জব্বার মৃধা বলেন, এসব সিগারেটর স্টকের অন্তভুক্ত, এখানে মজুত করার কোন বিষয়ে নেই।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার আসামী এবং হাজী এন্ড সন্স এর শেয়ার হোল্ডার মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা জানান, ‘পারিবারিক বিরাধ কে পুজি করে এবং তাকে সমাজিক ভাবে হেও প্রতিপন্ন করতেই সিগারেট চুরির অভিযোগ করা হয়েছে। মূলত হাজী এন্ড সন্স এর পরিচারক জুনে সিগারেট মজুত করে বাড়তি দামে বিক্রি করতেই এ ধরনের নাটক সাজিয়েছে বলেও অভিযোগ করেন খোকন মৃধা।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনাচার্জ আক্তার মোর্সেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net