শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে পিতা-পুত্রকে হত্যার তিন ঘাতক গ্রেফতার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:মাছ ধরার ‘চাঁই’ বিক্রি করতে আসা পিতা-পুত্রকে খুন করে ট্রলার ছিনতাই’র ঘটনায় কিশোর অপরাধীসহ তিন ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে ওই তিন ঘাতককে গ্রেফতার করা হয়।

এরা হল- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের বাসিন্দা বাদল হাওলাদার (৩২), সানি হাওলাদার (১৬) ও শাহিন খান (২২)। এরা তিনজন ট্রলার বিক্রির জন্য কেরানীগঞ্জে গিয়েছিলেন বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।

এদিকে খুন হওয়া পিতা হেলাল উদ্দীন (৫৫) ও তার পুত্র ইয়াসিন হাওলাদার (২০) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১২টার দিকে পিরেজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত হেলাল উদ্দীনের বড় বোন আকলিমা বেগম জানিয়েছেন, ‘তার ভাই বর্ষা মৌসুমে মাছ ধরার ‘চাঁই’ বিক্রি করতো। এছাড়া অন্য মৌসুমে কৃষি কাজ করে সংসার পরিচালনা করতো। এ কাজের তার বড় ছেলে ইয়াছিন ছিল একমাত্র ভরসা। ইয়াসিনের মৃত্যুর পরে আরও চারটি সন্তান থাকলেও বাবা হেলল উদ্দীন ও ইয়াসিনই ছিল সংসারে উপার্জনের একমাত্র ভরসা। ফলে তাদের হারিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশা গ্রামে পান্ডব নদীর তীরবর্তী একটি বাগান থেকে ছেলে ইয়াসিন এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর ১৩ ঘন্টার ব্যবধানে শনিবার সকাল ৮টার দিকে তার অদূরে ইয়াসিনের পিতা হেলাল উদ্দীনের পেট কাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত হেলাল উদ্দীনের ভাই বাদশা হাওলাদার জানান, ‘ভাই হেলাল উদ্দীন ও ভাতিজা ইয়াসিন গত ২৭ জুন ‘মায়ের পরশ’ নামক একটি ট্রলার ভাড়া নিয়ে কলারদোয়ানিয়া থেকে বাকেরগঞ্জে যান। শুক্রবার সকালে তারা কবাই ইউনিয়নের শতরাজ বাজারে ‘চাঁই’ বিক্রি করেন। এরপর অন্যত্র রওয়ানা হন তারা। সবশেষ শুক্রবার শেষ বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাদের দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net