রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বানারীপাড়ায় কিশোরীকে হত্যার ঘটনায় আটক ৪

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধিঃজেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে আয়শা নামের ১৩ বছর বয়সি এক কিশোরীকে হত্যার পরে শরীরে পাথর, ইট ও বালতি বেধে খালে ডুবিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত কিশোরী ওই গ্রামের দুলাল লাহারীর মেয়ে এবং আউয়ার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় বুধবার বিকালে অভিযুক্ত একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হল- একই গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার স্ত্রী হনুফা বেগম, ছেলে ছেলে সাব্বির (২০) ও কিশোর পুত্র সাইদ (১৪)। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, ‘মঙ্গলবার সকাল ১১টার দিকে আউয়ার বাজার সংলগ্নের বাসিন্দা দুলাল লাহরীর কিশোর কন্যা আয়েশা আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হয়। তাকে খুঁজে পেতে স্বজনেরা বিভিন্ন স্থানে মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরবর্তীতে বুধবার সকালে আবুল মৃধার ধানের খৈলানে সিদ্দিক মীরার ঘরের পাশে আয়েশা’র একটি জুতা খুঁজে পান তার স্বজনরা। জুতার সূত্র ধরে স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজলসহ অন্যারা সিদ্দিক, তার ছেলে সাব্বির, সাইদ ও স্ত্রী হনুফাকে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

এসময় তারা কিশোরীকে হত্যা করেছে বলে স্বীকার করে। এমনকি কিশোরীকে হত্যার পরে গায়ে পাথর, ইট এবং বালতি বেধে খালের পানিতে ডুবিয়ে দিয়েছে বলে জানায়।

খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই চারজনকে আটক করে। পরে তাদের দেখানো খালে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর দিনভর তল্লাশী চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে।

কিশোরীকে উদ্ধার অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ, বানারীপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) শিশির কুমার পাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ, লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মহসিন উপস্থিত ছিলেন।

তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, ‘কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং লাশ গুম করতেই শরীরে ইট, পাথর এবং এবং পানিভর্তি বালতি বেধে কিশোরীকে খালে ডুবিয়ে দেওয়া হয়েছি।

তবে স্থানীয়দের এই দাবির বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না দাবি করে বানারীপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) শিশির কুমার পাল বলেন, ‘আটককৃতরা হত্যার দায় স্বীকার করলেও কি কারণে এই রোমহর্সক হত্যাকান্ড তা জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাছাড়া এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net