শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
দীর্ঘদিন পর আবারো উৎসবমুখর পরিবেশে ফিরছে কুয়াকাটা সমুদ্র সৈকত

দীর্ঘদিন পর আবারো উৎসবমুখর পরিবেশে ফিরছে কুয়াকাটা সমুদ্র সৈকত

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহার ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশী বিদেশী পর্যটকরা ভিড় করছে। হাজারো পর্যটকদের ভিড়ে কুয়াকাটায় দীর্ঘদিন পর আবার উৎসবমুখর পরিবেশে ফিরতে শুরু করেছে। করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘদিন কুয়াকাটা সমুদ্র সৈকত বন্ধ থাকার পর গত ১জুলাই পটুয়াখালী প্রশাসন উন্মুক্ত করে দিয়েছিলেন পর্যটকদের জন্য।

পর্যটকরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতেই তারা কুয়াকাটায় এসেছেন। এখানকার সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে।

বাড়ছে কুয়াকাটা পর্যটক ধারন সক্ষমতা। কুয়াকাটাকে ঘিরে বর্তমান সরকার সুদুর প্রসারী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এখানকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় বর্ষায় দর্শনীয় স্পট গুলো দেখা থেকে বঞ্চিত হচ্ছে পর্যটকরা।

সরেজমিনে কুয়াকাটার ঐতিহ্য লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইনদের তাতঁ পল্লী, আলীপুর-মহিপুর মৎস্যবন্দরসহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে। তবে বেশিরভাগ পর্যটকদের স্বাস্থবিধি মেনে ভ্রমন করতে দেখা যায়নি।

কুয়াকাটার স্থাণীয় ব্যাসায়ীরা কিছুটা আশার আলো দেখছেন পর্যটক বৃদ্ধি পাওয়ায়। আবাসিক হোটেলগুলো কম বেশি বুকিং হয়েছে। ব্যবসায়ী মোশারফ জানান, দীর্ঘ্য ২-৩ মাস কুয়াকাটায় পর্যটন ভ্রমন বন্ধ থাকায় তারা হতাশ হয়েছিলেন। বর্তমানে পর্যটক বৃদ্ধি পাওয়ায় কিছুটা ব্যবসায় গতি ফিরে পেয়েছে।

কুয়াকাটা টুরিষ্ট পুলিশের অরিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে পর্যটক বৃদ্ধি পেয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সকল পর্যটক যাতে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমন করে সে ব্যাপারে সচেতন করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net