বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
মেয়রের নাম ব্যবহার করে অবৈধ দোকান বসিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছেন লিটন মোল্লা

মেয়রের নাম ব্যবহার করে অবৈধ দোকান বসিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছেন লিটন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টারমিনাল এলাকার চারদিকে অবৈধভাবে দখল গ্রাস করে সিটি কর্পোরেশনের জমিতে দোকান-পাঠ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে নগরের প্রভাবশালী রাজনৈতিক নেতার আদর্শে বিশ্বাসী ও ঘনিষ্টজন পরিচয় ব্যবহার করে সাব কোয়ালা,লিজ ও ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শ্রমীক-কর্মচারী কল্যান তহবিলের সভাপতি ও বাস মালিক গ্র“প সমিতির সদস্য সহ বরিশাল সদর উপজেলা কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার গ্যাং ও সেবা পরিবহন বাসে গণ ধর্ষনকারী বাহিনীর সদস্যরা।মাসের পর মাস সিটি কর্পোরেশনের জমিতে গড়ে উঠা বাস টারমিনাল।

 

 

সেই টারমিনাল এলাকার প্রবেশদ্বার থেকে শুরু করে বাস ষ্টান্ডের চতুর দিক অবৈধভাবে দখল গ্রাস করে নিত্য নতুন প্রতিষ্ঠান উঠিয়ে পজেশন বিক্রি, সাবলিজ সহ বিভিন্ন মোটা অংকে টাকার বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছে ভাড়া দিয়ে অবৈধ টাকার পাহাড় গড়ছেন লিটন মোল্লা।

 

 

দিনের পর দিন বিসিসি’র জমি এভাবে অবৈধভাবে দখল হয়ে যাওয়ার কারনে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বিসিসি । অন্যদিকে বিসিসি কর্তৃপক্ষ অর্থনৈতিক আয়ের পথ থেকে সরে গিয়ে কেন নির্বিকার ভূমিকা পালন করছেন তা নিয়ে উক্ত এলাকার মানুষের মাঝে মেয়র সাদিক আব্দুল্লাহ’কে ঘিড়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।সরেজমিনে ঘুড়ে দেখা গেছে বাসষ্টান্ডের প্রবেশের দু’ধারে ব্যাপক খালি খোলা মেলা জায়গা ছিল এখন সেখানে অবৈধভাবে বিভিন্ন নিত্য নতুন দোকান বসিয়ে বাসস্টান্ডের সৌন্দর্য নষ্ট করে রাখা হয়েছে।এছাড়া ট্রাফিক আইল্যান্ড সোজাসজি সড়ক সংলগ্ন ফুটওয়ার্ক স্লাবের পাশে বিভিন্ন ফলের বসিয়ে দোকানদারদের কাছ থেকে অগ্রিম পজেশন দিয়ে সেসকল দোকান থেকে প্রতিমাসে বিশাল একটি টাকা উঠিয়ে লিটন মোল্লা সহ তার গ্যাং সদস্যরা ভাগ-বাটোয়ারা করে খাচ্ছেন।

 

 

অপরদিকে শুধু সামনের অংশ নয় স্টান্ডের পিছনের অংশ দখল করে নিয়ে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভাড়া আদায় করার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।এব্যাপারে দোকান ব্যবসায়ীদের কাছে বিসিসি’র জমিতে ব্যবসা করছেন এর ভাড়া কাকে দিচ্ছেন জানতে চাইলে সঠিক উত্তর দিতে ভয় পাচ্ছেন তারা। এর সঠিক উত্তরের রহস্য খুজতে গিয়ে বেড় হয়ে আসে লিটন মোল্লা গ্যাং বাহিনীর নির্যাতনের কথা।তাই ওই সকল ব্যবসায়ীরা তাদের টাকার মায়া এবং পরবর্তী সময়ে নির্যাতনের শিকার হওয়া থেকে নিজেকে রক্ষার জন্য সকলেই বোবা হয়ে রয়েছে কোন ক্ষুদ্র ব্যবসায়ী তারা কাকে ভাড়া দেন সে বিষয়ে মুখ খুলতে চাইছে না।এবিষয়ে নতুল্লাবাদ বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক গোলাম মাসরেক বাবলু বলেন, বাসষ্টান্ডের সামনে কারা অবৈধভাবে দু’পান্তে বিসিসি’র জায়গা দখল করে বিভিন্ন দোকান-পাঠ ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে ভাড়া আদায় করে খাচ্ছে তা সিটি কর্পোরেশনের দেখার বিষয়।তিনি আরো বলেন ইতি পূর্বে এখানে কেহ অবৈধভাবে বাসষ্টান্ডের জমি দখল করে বেচা-কেনা ও ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে ভাড়া খায় নাই।এখন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের জমি যদি উদ্ধার না করে সেখানে মালিক সমিতির কোন কিছুই বলার নেই এক কথায় বলা যায় বিসিসি ইচ্ছাকৃর্ত ভাবে অর্থনৈতিক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

 

 

সূত্রমতে দীর্ঘদিন বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টারমিনাল মালিক গ্র“প সমিতি সাবেক সভাপতি ও বরিশাল মহানগর শ্রমীকলীগ সভাপতি আহতাব আহমেদকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে অদৃশ্য এক ছায়া শক্তির বলে বর্তমান অঘোষিত শ্রমীক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন লিটন মোল্লা শ্রমীক আন্দোলনের মাধ্যমে আফতাব আহমেদকে হটিয়ে ২০১৬ সালের সেবা পরিবহনের গণধর্ষনকারী কয়েকজন সদস্যকে সাথে নিয়ে বাস টারমিনালের দখল নেয়।এর পর থেকেই তিনি তার বাসষ্টান্ডের রাজত্ব পাকাপোক্ত করতে সেইসব ধর্ষনকারীদের সামনে রেখে শুরু করে দূরপাল্লার বাস কাউন্টারে প্রতিমাসে ১৫ থেকে ২৫ হাজার টাকা করে বাধ্যতামুলক আদায় করা হয় চাঁদা।

 

 

একই সময়ে বাসটারমিনালে প্রবেশের দু’পাশে নিত্যনতুন দোকান পাঠ-ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে পজেশন সহ প্রতিমাসে ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন লিটন মোল্লা ও তার ধর্ষনকারী বাহিনীর সদস্যরা।বাস টারমিনালে তার সন্ধানে গেলে অপর একটি সূত্র জানায় কয়েকদিন আগে বরিশাল বাসটারমিনালের গোল্ডেন লাইন পরিবহনের দক্ষিণবঙ্গের ম্যানেজার,একাউন্টর্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের উপর রাতে হামলা চালিয়ে মারধর ও আহত করে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার চাঁদাবাজী মামলায় পলাতক রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত লিটন মোল্লার রবি মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তার নম্বরটি বন্ধ থাকায় তার আত্বপক্ষ সমর্থনের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এব্যাপারে বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি আমাদের স্ট্রেট অফিসারকে দিয়ে খোঁজ ন

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net