শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৫৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
উপকূলে বন্যা মোকাবিলায় ৩২৮০ কোটি টাকার কাজ শুরু হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

উপকূলে বন্যা মোকাবিলায় ৩২৮০ কোটি টাকার কাজ শুরু হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, ‘উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলায় বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯টি পোল্ডার (বাঁধ সংলগ্ন খাল) তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১০টি পোল্ডার তৈরির কাজ শুরু হয়েছে।

 

’বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরি বেড়িবাঁধ এলাকায় শনিবার (২৯ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, লামচরি ও চরবাড়িয়া এলাকার মানুষের অনেক দুঃখ-কষ্ট রয়েছে, আজ অনেকে তাদের মনের ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেছেন। আপনাদের মনের ক্ষোভকে আমি সম্মান জানাই। কারণ, আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধিকে নির্বাচিত করেন, তারপর জনপ্রতিনিধি যদি আপনাদের কাজ না করে তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক।

 

 

তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো আমি সংসদ সদস্য হয়েছি মাত্র ১ বছর ৭ মাস। এর আগে যে তিন তিনবার সংসদ সদস্য ছিল, তারা কী করেছে আপনাদের জন্য? তাদের একজন ব্যক্তি যে সংসদীয় এলাকার জন্য কাজ করে না, তাহলে তাকে বার বার কেন নির্বাচিত করেছিলেন? আমি মাত্র হয়েছি, প্রকল্প নেওয়া শুরু করেছি। প্রকল্প বাস্তবায়ন হতে সময় লাগবে। ৫ বছর সময়ের মধ্যে আমার সংসদীয় এলাকার উন্নত হয় কিনা সেটা দেখবেন।

 

আর সেটা পরবর্তী নির্বাচনের সময় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন।নদীর ভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজ অন্যদের মতো নয় যে, আজ দেখে গেলাম, কাল টেন্ডার হলো এবং কাজ শুরু হয়ে গেল। একেক জায়গার নদীর চারিত্রিক বৈশিষ্ট্য একেক রকম। এটাকে বিচার-বিবেচনা করে আমাদের টেকনিক্যাল কমিটি দেখে এবং এরপর সিদ্ধান্ত নিতে হয় কীভাবে কাজ করতে হবে। অকোন জায়গায় বাঁধ নির্মাণ করতে হবে আবার কোন জায়গায় ড্রেজিং করতে হবে এ জন্য সময় লাগে, আমাদের সময় দিতে হবে।মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকি পোল্ডারগুলো নির্মাণ করা হলে এই এলাকায় বন্য বা জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি কমে আসবে।

 

 

একইসঙ্গে উপকূলীয় এলাকার মানুষ উপকৃত হবে।’তিনি বলেন, নদীর তীরের গাছগুলো মেহেরবানি করে কাটবেন না। আম্পানের পর আমরা সাতক্ষীরাতে দেখেছি যেখানে নদীর তীরে গাছ ছিল সেসব স্থানে ভাঙন দেখা দেয়নি, আর যেসব জায়গাতে ছিল না সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। যে যার বাড়ির সামনে ফাঁকা জায়গাতে গাছ লাগান, এটি উপকারে আসবে।তিনি বলেন, আমরা নদীতে ড্রেজিং করি, তীর রক্ষায় বাঁধ করি। কিন্তু অসাধু লোক এসে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, এতে নদী তীর ভেঙে যায়। আর আমরা বাঁধ বানালে তাও ভেঙে যাবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে এবং সচেতন হতে হবে।

 

 

আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদেরও সহযোগিতা করতে হবে।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় আলহাজ দলিল উদ্দিন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিাণাঞ্চল প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ।এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net