শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
অপরাধ দানা বাধার আ‌গেই তা ধুলিস্বাত ক‌রে দি‌তে হবে : বিএমপি কমিশনার

অপরাধ দানা বাধার আ‌গেই তা ধুলিস্বাত ক‌রে দি‌তে হবে : বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান ব‌লে‌ছেন, অপরা‌ধি তৈ‌রী হওয়ার আ‌গেই কিভা‌বে সেটা‌কে বন্ধ করা যায় সেজন্য ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং কার্যক্রম। যেটা জনগ‌নের সম্পুক্ততায় আমরা কর‌ছি। আর বিট পু‌লি‌শিং কার্যক্রম আমা‌দের‌কে জনগ‌নের সা‌থে আ‌রো বে‌শি সম্পৃক্ত কর‌বে।

 

মঙ্গলবার বেলা ১২ টায় ব‌রিশাল সদর উপ‌জেলার টু‌ঙ্গিবাড়ীয়া ইউ‌নিয়ন বি‌ট পুলিশ কার্যাল‌য়ের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য তি‌নি এসব কথা ব‌লেন।‌তি‌নি ব‌লেন, ‌বি‌ট পু‌লিশের দা‌য়িত্বরত অফিসার হ‌বে আপনা‌দের এলাকার, মহল্লার, আপনা‌দের আপনজন। সেবা পে‌তে আ‌গে যেমন সরাস‌রি থানায় যে‌তে হ‌তো এখন এলাকায় থে‌কেই সেবা পা‌বেন। ও‌সি‌কে গোটা থানা এলাকা দেখ‌তে হয়, কিন্তু বিটের মাধ্য‌মে দা‌য়িত্বরত অফিসার‌দের এলাকা ভাগ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সে সা‌র্বিক সহ‌যোগীতা কর‌বে। আবার এ কা‌জে জনগন অর্থাৎ আপনা‌দেরও সা‌র্বিক সহ‌যোগীতা প্র‌য়োজন । বিট পু‌লি‌শিং এর সুফল ঘ‌রে তুল‌তে হ‌লে জনগ‌নের সহ‌যোগীতা প্র‌য়োজন।

 

যে এলাকার জনগন যতটা স‌চেতন ওই এলাকায় পু‌লি‌শি কার্যক্রম ততো ভা‌লো।তি‌নি ব‌লেন, ম‌নে রাখ‌বেন বিট পু‌লি‌শের দা‌য়িত্বররত কর্মকর্তা জনদর‌দি মন নি‌য়ে জনগণ, অর্থাৎ আপনা‌দের সেবা দি‌তে বাধ্য। ক‌মিউ‌নি‌টি ও বিট পু‌লিশিং এ‌কে অপ‌রের প‌রিপূরক। আমার চাই অপরাধ দানা বাধা আ‌গেই সে‌টি‌কে ধুলিস্বাত ক‌রে দি‌তে।‌তি‌নি ব‌লেন, দেশ‌কে দূ‌র্নিতী, মাদক, সন্ত্রাসমুক্ত রাখার মধ্য দিয়ে উন্নয়‌নের অগ্রযাতা‌কে বেগবান করার জন্য আমরা কাজ কর‌ছি। নিরাপত্তার চা‌হিদা পূরণ কর‌তে ক‌মিউ‌নি‌টি ও বিট পু‌লি‌শের ম‌তো টুলস গু‌লোর ব্যবহার ক‌রছি। মুজিবব‌র্ষের অঙ্গীকার পু‌লিশ হ‌বে জনতার এটা বাস্তবায়ন কর‌তে হ‌বে।

 

 

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পুলিশের উপ ক‌মিশনার (দ‌ক্ষিণ) মোঃ মোক্তার হো‌সে‌ন-‌পি‌পিএম (বার) এর সভাপতি‌ত্বে বি‌শেষ অ‌তিথি ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার প্রলম চি‌সিম, উপ পু‌লিশ ক‌মিশনার (ক্রাইম অ্যান্ড অপা‌রেশন) জুল‌ফিকার আলী হায়দার, অ‌তি‌রিক্ত উপ পু‌লিশ ক‌মিশনার আকরমুল হাসান।সহকা‌রি পু‌লিশ ক‌মিশনার (বন্দর) মোঃ শা‌হেদ আহ‌মেদ চৌধুরীর সঞ্চালনায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন সহকা‌রি পু‌লিশ ক‌মিশনার আব্দুল হা‌লিম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌নোয়ার হো‌সেন, কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম, ব‌রিশাল সদর উপ‌জেলার ভাইচ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, টু‌ঙ্গিবা‌ড়ীয়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান বাহাউ‌দ্দিন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net