রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৭

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
রংপুর রাইডার্সে খেলবেন ম্যাককালাম

রংপুর রাইডার্সে খেলবেন ম্যাককালাম

dynamic-sidebar

স্পোর্টস ডেস্ক |বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স নিজেদের দলে ভেড়ালো নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামকে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এ টুর্নামেন্টের পঞ্চম আসরে প্রথমবারের মতো খেলবেন মারকুটে তারকা এ ব্যাটসম্যান।

যদিও আসরের শুরু থেকে ম্যাককালামকে পাচ্ছে না রংপুর। টুর্নামেন্ট শুরুর দশ দিন পর যোগ দেবেন তিনি। এ ব্যাপারে রংপুরের সিইও ইশতিয়াক সাদেক জানান, ম্যাককালামের সাইনিংয়ের বিষয়টি চূড়ান্ত করলাম। তাকে ১৫ নভেম্বর থেকে পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে মোট নয়টি ম্যাচ খেলবেন তিনি।

বেশকিছু দিন হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান ম্যাককালাম। তবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে তিনি নিয়মিত পারর্ফম করে যাচ্ছেন। সম্প্রতি তিনি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-২০ ব্ল্যাস্ট ও ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন।

ক্যারিয়ারে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলা ম্যাককালাম উদ্ধোধনী জুটিতে রংপুরে পাবেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। আসরে অংশ নিচ্ছে মোট সাতটি দল। আগের দলের মধ্যে বাদ পড়েছে বরিশাল বুলস, নতুন দল হিসেবে দেখা যাবে সিলেট সিক্সার্সকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পঞ্চম আসরে রংপুর রাইডার্সের পুরো স্কোয়াডঃ

দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম, জহির খান, শামসুর রহমান।

বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, শামিউল্লাহ শেনওয়ারি, স্যাম হেইন, লাসিথ মালিঙ্গা ও ব্র্যান্ডন ম্যাককালাম।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net