শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃশ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহজাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগের যৌথ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।কর্মসচির অংশ হিসেবে সকালে নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বেলুন-ফেস্টুন এবং শান্তিরপ্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন তিনি।এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শ্রমিক লীগের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগে সকল অঙ্গসংগঠনই গুরুত্বপূর্ণ।

 

তবে আওয়ামী লীগের সব থেকে শক্তিশালী সংগঠন হচ্ছে শ্রমিক লীগ। শ্রমিক লীগ ও ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের চালিকা শক্তি।বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান সিটি মেয়র সাদিক। সবশেষ তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।এদিকে, সংক্ষিপ্ত আলোচনা সভা পরবর্তী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net