মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল

বরিশালে গাঁজাসহ বিএনপি নেতা আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতাকে আঁধা কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে পরিচালিত অভিযানে ইউপি সদস্যকে আটক করা হয় বলে কাউনিয়া থানার এসআই মো. নাঈম আহমেদ জানিয়েছেন।

আটক মো. শাহ আলম শেখ (৫৫) চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। সে ওই ওয়ার্ডের চরআবদানী গ্রামের হাসেম মিয়ার বাড়ির বাসিন্দা মৃত মো. আবুল হাসেম শেখের ছেলে। শাহআলম চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোতয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

কাউনিয়া থানার এসআই নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরের ৫ নম্বর ওয়ার্ড বৌ-বাজার এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এ খবরে বিকেল তিনটার দিকে তার নেতৃত্বে একটি দল বৌ-বাজার কাজীর গোরস্থান এলাকায় অভিযান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে শাহআলম মেম্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পেটের সঙ্গে সুকৌশলে লুকানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসআই নাঈম আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেছেন।

এর আগে গত ১৩ অক্টোবর চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাসেল হাওলাদারকে (৩৯) ২ হাজার ৪৯০টি ইয়াবা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কাউনিয়া পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। মাদক বিক্রেতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদক বিক্রেতা জনপ্রতিনিধি হলেও ছাড় নেই।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net