মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
‘ভুল বোঝাবুঝিতে’ মাশরাফির হার!

‘ভুল বোঝাবুঝিতে’ মাশরাফির হার!

dynamic-sidebar

সিলেট থেকে বিপিএল এল ঢাকায়। ঢাকার নতুন উইকেট। মাশরাফির মনে হয়েছিল ব্রান্ডনিউ উইকেটে রান উৎসব হবে।

কিন্তু তার ধারণা পাল্টে গেল কয়েক ওভার পরই। রাজশাহীর বোলাররা চেপে ধরল তার দল রংপুর রাইডার্সকে। ক্ষণিকেই পাল্টে গেল রংপুরের ব্যাটিং চেহারা। প্রথম ৩ ওভারে ওভারপ্রতি ১০ করে রান তুললেও শেষ পর্যন্ত ২০ ওভারে তাদের রান ৫ উইকেটে ১৩৪। হাতে ৫ উইকেট রেখেও বড় স্কোর করতে পারেনি রংপুর। পরবর্তীতে ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় পায় রাজশাহী বিপিএলে প্রথম জয় তুলে নেয়।

রংপুর ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও রাজশাহী একই উইকেটে দারুণ ব্যাটিং করেছেন। মুমিনুল হক ও লেন্ডল সিমন্স উদ্বোধনী জুটিতেই গড়েন ১২২ রান। হারের কারণ জানাতে গিয়ে মাশরাফি জানালেন, ‘ভুল বোঝাবুঝিতে’ ম্যাচের শুরুতেই হেরে বসে তার দল। সেটাও কিভাবে? উইকেট দেখে কোচ টম মুডি চেয়েছিলেন ফিল্ডিং করতে। মাশরাফি শুনেছেন, কোচ ব্যাটিংয়ের কথা বলেছেন! সেখানেই গোলমাল পাকিয়ে যায় মাশরাফির দলের। ম্যাচ শেষে মাশরাফি বলেছেন,‘ঢাকায় অনেক দিন খেলা হয়না। আমাদের মাথায় ছিল নতুন উইকেট। উইকেট ভালো হবে। কিন্তু মাঠে যাওয়ার পর মনে হয়েছে উইকেট ভিন্ন। চিন্তাটা ভুলের দিকে গেছে। কোচ চেয়েছিলেন ফিল্ডিং নিতে, আমি শুনেছি ব্যাটিং! আমাদের ১৫-২০ রান কম হয়েছে। আবার শুরুতে ক্যাচটি (মুমিনুলের) ধরতে পারলে ভালো হতো।’

তিন ম্যাচে দুটিতে হার মাশরাফির দলের। জিতেছে রাজশাহী বিপক্ষে। হেরেছে চিটাগং ভাইকিংস ও রাজশাহীর বিপক্ষে। কাগজে-কলজে চিটাগং ভাইকিংস ও রাজশাহী শক্তিমত্তায় অন্যান্য দলগুলোর থেকে পিছিয়ে। সেখানে রংপুর রাইডার্সে রয়েছে এক ঝাঁক টি-টোয়েন্টি তারকা। পাশাপাশি বড় বড় দলগুলোর বিপক্ষে এখনও ম্যাচ বাকি রংপুরের।

‘পুচকে’ দলগুলোর বিপক্ষে নড়বড়ে রংপুর রাইডার্স। বড় দলগুলোর বিপক্ষে লড়াইয়ের আগে এমন পারফরম্যান্স কি চিন্তার কারণ? মাশরাফি অকপটেই স্বীকার করলেন,‘চিন্তা তো অবশ্যই। হেরে গেলে জিনিসগুলো কঠিন হয়ে যায়। এখন কাজটা আসলেও অনেকটা কঠিন। এখন পরপর বড় ম্যাচগুলো খেলতে হবে। আমাদেরকে আরও ইতিবাচক হতে হবে এবং ফেয়ারলেস ক্রিকেট ছাড়া আমাদের আর কিছু সম্ভব না। বিশেষ করে টি-টোয়েন্টিতে নিজেকে ব্যাক না করলে খেলা কঠিন হয়ে যাবে।’ এদিকে ম্যাচসেরার পুরস্কার পাওয়া মুমিনুল হক ৪৪ বলে করেছেন ৬৩ রান। দলকে প্রথম জয়ের স্বাদ দিতে একাই দায়িত্ব নেন মুমিনুল। নিজের ব্যাটিং নিয়ে মুমিনুল বলেছেন,‘গত বছর আমার স্ট্রাইক রেট ভাল ছিল না। এবারও স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করছি। রান করলে আমি বেশ উপভোগ করি।’

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net