রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:১৪

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
অবশেষে বিপিএলে মাঠে নামছেন মোস্তাফিজ!

অবশেষে বিপিএলে মাঠে নামছেন মোস্তাফিজ!

dynamic-sidebar

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল বরিশাল বুলসের হয়ে। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের দলটি আর অংশই নিতে পারেনি বিপিএলে। তাই বলে থেমে যায়নি মোস্তাফিজের বিপিএল। রাজশাহী কিংস কিনে নেয় ‘দ্যা ফিজ’কে। তবুও বিপিএলে নামা হল না মোস্তাফিজের!

দক্ষিণ আফ্রিকা সফরের গোড়ালির ইনজুরিতে পরে দেশে ফিরে আসেন বাংলাদেশের এই তারকা পেসার। ফলে অনিশ্চিত হয়ে পরে বিপিএলের সিলেট ও ঢাকা পর্ব। তবে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে সকাল ১১টা থেকে রাজশাহী দলের সাথে অনুশীলন করতে দেখা যায় মোস্তাফিজকে।

নেটে ৫ ওভার বোলিং করেছেন মোস্তাফিজ। অবশ্য বোলিং করার আগে রাজশাহীর ফিজিও বায়েজীদ ইসলাম পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন, যাতে পায়ে খুব একটা চাপ না লাগে তার।

অনুশীলন শেষে মোস্তাফিজ নিজেই উপস্থিত সংবাদ মাধ্যমকে ফিটনেসের বিষয়টি নিশ্চিত করেছেন। মাঠ থেকে বেড়িয়ে যাবার এসে হাসিমুখে বললেন, ‘কোনও সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক। সামনের ম্যাচেই থাকব আশা করি। ৫ ওভারের মতো পুরো ছন্দে বোলিং করছি।’

মোস্তাফিজের এমন নির্ভার বাণীতেই বোঝা যাচ্ছে, আগামী ২৫ তারিখ কুমিল্লার বিপক্ষের ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন এই কাটার মাস্টার। এখনও বাকিটা নির্ভর করছে তার দল ও ইনজুরির শেষ অবস্থার উপর।

এদিকে রাজশাহীর ফিজিও বায়োজীদ ইসলাম সরাসরি কিছু না বললেও, টিম ম্যানেজম্যান্টের উপর মোস্তাফিজের ফেরার বিষয়টি ছেড়ে দেন। তিনি বলেন, ‘আমরা ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ করেছি। আজকে নিয়ে চার সেশন ধরে মোস্তাফিজ কোনও অভিযোগ ছাড়াই পূর্ণ গতিতে বল করছে। রানিং ও ফিল্ডিংসহ সব পুরোপুরি করেছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ নেই। দেখা যাক, বাকিটা এখন টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।’

তবে একজন ফিজিও হিসেবে যতটা দেখেছেন, তাতে মোস্তাফিজকে অনেকটাই সুস্থ দাবি করলেন বায়োজীদ। তার মতে , ‘ফিজিওর দৃষ্টিকোণ থেকে আমি আত্মবিশ্বাসী। সহায়তা যতটুকু দেওয়ার সবটুকু দিয়েছি, আমরা যতগুলো পরীক্ষা করি তার সবগুলোতেই উতরে গেছে। আমরা বুঝতে পারছি ও মোটামুটি ঠিক আছে।’

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net