বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৫২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
গলাচিপায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামী পলায়ন

গলাচিপায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামী পলায়ন

dynamic-sidebar

গলাচিপা প্রতিনিধি ঃ গলাচিপার চরখালী থেকে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের টিএন্ডটি রোড থেকে থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাপ নিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী পালিয়ে যায়। পলাতক আসামী সোহাগ প্যাদা গলাচিপা শহরের ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার মো. হোসেন প্যাদার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনার কিছু আগে এসআই আনোয়ার ও ইব্রাহিমের নেতৃত্বে পুলিশ সোহাগ প্যাদাকে চরখালী গ্রাম থেকে গ্রেফতার করে। তাকে হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নিয়ে আসা হচ্ছিল। পৌর এলাকার টিএন্ডটি রোডে পৌঁছালে সোহাগ প্যাদা ওরফে ‘ব্লেড সোহাগ’ হ্যান্ডকাপসহ আকস্মিক দৌড় দিয়ে হেলিপ্যাড এলাকায় পালিয়ে যায়। সূত্রটি আরও জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চুরির একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী বলে জানায় গলাচিপা থানার অফিসার ইন চার্জ। এএসপি মো. হাফিজুর রহমান (গলাচিপা-দশমিনা সার্কেল) জানান, হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া সোহাগ প্যাদার খুব কাছাকাছি পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি আটক করতে সক্ষম হবো। ওসি জাহিদ হোসেন জানান, দুপুর ১২টার দিকে পুলিশ জানতে পারে পলাতক আসামী সোহাগ প্যাদা সদর ইউনিয়নের চরখালী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন ও এসআই ইব্রাহীমসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে। তিনি জানান, পরে ধৃত আসামীকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসার সময় শহরের টিএন্ডটি রোড এলাকায় পৌছলে আচমকা পুুলিশকে ধাক্কা নিয়ে দৌড়ে পালায় আসামী সোহাগ। আসামীকে ধরতে গলাচিপা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের চিরুনী অভিযান চলছে বলেও জানান ওসি জাহিদ হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহাগ প্যাদা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net