শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
উজিরপুরে সওজের জমি দখল করে সেচ্ছাসেবক-যুবলীগ নেতাদের দোকানঘর নির্মান

উজিরপুরে সওজের জমি দখল করে সেচ্ছাসেবক-যুবলীগ নেতাদের দোকানঘর নির্মান

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দশ শতাংশ জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর তুলছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহরাব মল্লিকসহ স্থানীয় বেশ কয়েকজন যুবলীগের নেতারা। তবে রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন ও সওজের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী বাসস্ট্যান্ডে সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দশ শতাংশ জমি দখল করে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহরাব মল্লিক, বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য শাহিন হাওলাদার, কামাল ফকির, নজরুল ইসলাম চৌকিদার, মনির হাওলাদারসহ তাদের সহযোগীরা দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের ওই সকল নেতারা ৮/১০জন শ্রমিক নিয়ে সওজের প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের দশ শতাংশ জমিতে নির্মাণ করছেন নয়টি দোকানঘর। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের পাশে সওজের ওই সরকারী জায়গা দখল করে নির্মানধীন দোকানঘরগুলোতে কয়েকজন শ্রমিক টিনের বেড়া লাগাচ্ছে। আর সেখানে উপস্থিত যুবলীগ নেতা শাহিন হাওলাদার, কালাম ফকির ও নজরুল ইসলামসহ বেশ কয়েকজন শ্রমিকদের কাজের তদারকি করছেন। এ সময় দোকান নির্মাণের কাজে নিয়োজিত রিপন মল্লিক (৩০) নামে শ্রমিক বলেন, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব মল্লিক ও তার সহযোগী যুবলীগ নেতা শাহিন হাওলাদারসহ আরও কয়েকজনে মিলে এসব দোকানঘরগুলো নির্মাণ করাচ্ছেন। এদিকে সওজের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের জায়গা দখল করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ি জানিয়েছেন, সকলের নাগের ডগায় দিন রাত নির্মাণ কাজ চললেও রহস্যজনকভাবে প্রশাসনের কর্মকর্তারা ও সওজ কর্তৃপক্ষ দেখেও যেন না দেখার ভান করছে। সরকারি জমি দখল সম্পর্কে জানতে চাইলে উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহরাব মল্লিক, যুবলীগ নেতা শাহিন হাওলাদার, কালাম ফকির ও নজরুল ইসলাম বলেন, অনেক জায়গাইতো দখল হয়েছে, খালি জমি তাই ঘর নির্মান করেছি। এতে যানবাহন চলাচলে কোন ক্ষতি হবে না। উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি বলেন, যুবলীগের কোন নেতা সরকারি জমি দখল করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আ. মজিদ সিকদার বলেন, দলের নাম ভাঙিয়ে সরকারি জমি দখল করলে প্রশাসন তার নিজস্ব গতিতে ব্যবস্থা নিবে। এ ক্ষেত্রে দল তাদের সহায়তা প্রদান করবে। তবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সওজ কর্মকর্তারা এ ব্যাপারে আমার সহযোগীতা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, সওজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সড়ক ও জনপথ বিভাগের বরিশাল জোনের প্রধান প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার নিকট এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। অতি শীঘ্রই তদন্তপূর্বক সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net