শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫১

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
হেলিপ্যাড মাঠ ঘেঁষা অবৈধ স্থাপনা ঠেকাতে পারল না পাউবো

হেলিপ্যাড মাঠ ঘেঁষা অবৈধ স্থাপনা ঠেকাতে পারল না পাউবো

dynamic-sidebar

কলাপাড়া হেলিপ্যাড মাঠ ঘেঁষা পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনাটি তোলা বন্ধ হয়নি। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ৯ জুন কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যেখনে বলা হয়েছে, মোঃ জসিম প্যাদা কলাপাড়া হেলিপ্যাড এবং ভূমি অফিসের সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ৬৩৭ নম্বর দাগে একটি পাকা স্থাপনা নির্মাণ করছেন। সরকারি সম্পত্তি দখলের কারণে তাঁরা কাজ বন্ধ করে দেন। এ কারণে পাউবোর এসওকে হুমকি দেয় দখলদার জসিম প্যাদা। কিন্তু স্থাপনা তোলার কাজ থেমে থাকেনি। বর্তমানে পাকা দেয়ালের উপরে টিনের ছাউনির কাজ শেষ করা হয়েছে। এখনও সেখানে কাজ চলছে। সেমিপাকা এই স্থাপনার তোলার প্রক্কালে থানায় লিখিত অভিযোগ দেয় পাউবো কর্তৃপক্ষ। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত দখলদার জসিম প্যাদা কাজ করবেন না এমন একটি লিখিত মুচলেকা তার কাছে দিয়েছেন। কিন্তু কাজ থেমে থাকেনি। উল্লেখ্য হেলিপ্যাড মাঠের আশপাশে এমনিতেই কোন স্থাপনা না থাকার কথা। ইতোপুর্বে যা ছিল তা উচ্ছেদ করে দেয় প্রশাসন। কারণ সরকার প্রধান, কিংবা রাষ্ট্র প্রধান থেকে শুরু করে গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ এই হেলিপ্যাডটি ব্যবহার করেন। হেলিকপ্টার ওঠা-নামায় কোন ঝুঁকি না থাকে এজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। তারপরও ওই এলাকায় তাও সরকারি সম্পত্তি দখল করে মামলা করার পরও অবৈধ স্থাপনা তোলার ঘটনায় সাধারণ মানুষের প্রশ্ন এই দখলদারের খুটির জোর কোথায়। তবে প্রশাসনের দাবি যে কোন মুহুর্তে ওই স্থাপনা অপসারন করা হবে। পাউবো কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের জানান, এটি অপসারনে প্রশাসনিক উদ্যোগ নেয়ার কাজ চলছে। তার বিরুদ্ধে এছাড়াও সরকারি খাস জমি ভূমিহীন দেখিয়ে বন্দোবস্ত নেয়ার অভিযোগ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net