বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
২৮নং ওয়ার্ড আ’লীগের কর্মীসভা চলাকালীন আলীগ নেতার ঘড় চুরি (!)

২৮নং ওয়ার্ড আ’লীগের কর্মীসভা চলাকালীন আলীগ নেতার ঘড় চুরি (!)

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কর্মীসভায় যোগ দেয়ার সুযোগে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জুয়েল’র ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র ঘরে থাকা প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ২৮নং ওয়ার্ডের চহুতপুর এলাকার মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২৮নং ওয়ার্ডের চহুতপুরে গতকাল আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে সাদিক আব্দুল্লাহ ওই উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় ২৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জুয়েল তার পরিবারের লোকজন নিয়ে উঠান বৈঠকে অংশ নিতে সেখানে যান। এ সুযোগে চোরচক্রের সদস্যরা পারভেজ’র বসতঘরে ঢুকে দুটি আলমারি ভেঙে সেখানে থাকা দুটি স্বর্ণের চেইন, আংটি ১২টি, লকেট দুটি ও কানের দুল ১ জোড়া যার আনুমানিক ওজন প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা এবং বিদেশী ডলার প্রায় ২৫ হাজার টাকার মতো নিয়ে যায়। এদিকে উঠান বৈঠক চলাকালীন জুয়েলের ছেলে জিয়ান (১২) বাসায় আসলে দরজা খোলা দেখতে পায়। এ সময় সে তার পিতা জুয়েল ও তার মাকে খবর দিলে তারা দ্রুত উঠান বৈঠক ত্যাগ করে বাসায় চলে আসেন। এসে দেখতে পান ঘরে থাকা দুটি আলমারির ড্রয়ার ভাঙা এবং স্বর্ণের জিনিসপত্র নেই। তাৎক্ষণিক বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করলে থানার এএসআই হাসান বশির ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে দিনে-দুপুরে এ ধরণের চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশ্ন জেগেছে, টহল পুলিশ থাকতেও দিন-দুপুরে এ ধরণের চুরি কিভাবে হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net