বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু!

dynamic-sidebar

বরিশালের বানারীপাড়ায় সেবা সদন ক্লিনিকে ভুল চিকিৎসায় ৫ দিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ওই নবজাতকের লাশ নিয়ে তার স্বজনেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ও থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানের কাছে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর হয়েছে বলে অভিযোগ করেন। এসময় তারা বিষয়টি তদন্ত করে ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে নবজাতকের স্বজনরা সেবা সদন ক্লিনিকে গিয়ে বিক্ষোভ করেন।

বানারীপাড়া বন্দর বাজারের জনতা ডেকোরেটরের মালিক জয়দেব রায় জানান তার স্ত্রী সরস্বতীর প্রসব বেদনা উঠলে গত বোরবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সেবা সদন ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান তার সিজারিয়ান অপারেশন করেন। এতে তার পুত্র সন্তান হলে চিকিৎসকের পরামর্শে সোমবার ক্লিনিকের কথিত নার্স রুমা আক্তার ওই নবজাতকের ডান পায়ে মেক্সাম-২৫০ নামের একটি এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করেন। অদক্ষ ওই নার্স নির্ধারিত স্থানের পরিবর্তে নিচের দিকে ইনজেকশনটি পুশ করলে সেখানে শক্ত গোটার মতো হয়ে লালচে আকার ধারণ করে। এরপর থেকেই ওই নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

মঙ্গলবার ক্লিনিকের সামনে রিয়াজ মৃধার ফার্মেসীতে ডা. গিয়াস উদ্দিন খানের কাছে গেলে তিনি ওই নবজাতকের চিকিৎসা করেন। কিন্তু তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতি ঘটলে নবজাতক শিশুটিকে বুধবার রাত সাড়ে ৩টায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সেখানে তার মৃত্যু হয়। নবজাতকের পিতা জয়দেব রায় ও তার স্বজনদের অভিযোগ সঠিক স্থানে ইনজেকশন পুশ না করায় ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। ওই ক্লিনিকের অভিযুক্ত কথিত নার্স রুমা আক্তার দাবি করেন তিনি সঠিক স্থানেই ইনজেকশন পুশ করেছিলেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির হাসান জানান সিজারিয়ান অপারেশনের পরে নবজাতক শিশুটি সুস্থ ছিলো। কি কারণে তার মৃত্যু হয়েছে তিনি তা বলতে পারছেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন না করে কেন অবৈধ ক্লিনিকে নিয়ে ওই প্রসূতির সিজার করলেন এ প্রশ্নের সদুত্তোর দিতে পারেননি তিনি।”

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net