শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৬

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশালে চালু হলো প্রয়োজনে অপ্রয়োজনে…

dynamic-sidebar

মো:আরিফ হোসেন: সদিচ্ছা থাকলেই সমাজের হতদরিদ্র মানুষের সেবা করা যায়। তারই প্রমান রাখলেন ছাত্রলীগের সদস্য আবিদুর রহমান ইমন। সমাজের উচ্চবিক্ত ও নিম্নবিত্তের মাঝে বিভেদের দেওয়াল তুলে দিতে স্থাপন করলেন মানবতার দেয়াল। বরিশাল নগরের ভাটিখানার মুখে একটি দোকানের দেয়ালে গরীব অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে স্থাপিত এই দেয়ালে যে কোন সামর্থবান ব্যাক্তি তাদের অব্যবহ্নিত পোষাকসহ যে কোন জিনিস ওই স্থানে রেখে আসবেন। অন্য দিকে হতদরিদ্র যাদের ক্রয় করার ক্ষমতা নেই তারা তাদের প্রয়োজনীয় পোষাক কিংবা বস্তুু ওই স্থান থেকে নিয়ে আসবেন।

এই উদ্দোগ্যে ইমনের সাথে রয়েছেন তারই সহকর্মী ছাত্রলীগ সদস্য তনু, ইষান, বাবু, সিয়াম, সাদসহ বেশ কয়েকজন তরুন। এদিকে তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সুশিল সমাজ। এবিষয়ে নগরের আপন সংগীত সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক বাবুল হাওলাদার আজিজ বলেন, যেখানে বিভিন্ন বির্তকিত কর্মকান্ডে ছাত্রলীগ সমালোচিত সেখানে তাদের এই উদ্দোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা চাই অন্য ছাত্র সংঠগন ছাড়াও সমাজের তরুনরা এধরনের মহতি কাজে এগিয়ে আসুক।

এবিয়য়ে স্থানীয় মসজিদের ইমাম বলেন, ওনারা যা করছেন তার কোন তুলনা নেই। এধরনের বিষয় বরিশালে এই প্রথম। আমরা আল্লাহর কাছে দোয়া কমনা করি যাতে আল্লাহ তাদের মানুষের সেবা করার মনবাসনা পূর্ন করেন। তবে ভিন্নতর মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক খাজা পিকু। তিনি বলেন,শুধু মানবতার দেয়াল স্থাপন করলেই চলবেনা। নিয়মিত এটির দেখভালসহ চোকাইদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি নিয়ে আলাপকালে মানকতার দেয়ালের উদোক্তা আবিদুর রহমান ইমন বলেন,আমার অবস্থান থেকে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই এটি স্থাপন করেছি। আমাদের পরিকল্পনা আছে,নগরের মডেল স্কুল,বিএম কলেজসহ নগরের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল স্থাপন করবো।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net