শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
আমতলীর ৮ হাজার ৪ শ ৪৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ সহায়তা

আমতলীর ৮ হাজার ৪ শ ৪৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ সহায়তা

dynamic-sidebar

আমতলী(বরগুনা) প্রতিনিধি: সরকারের পক্ষ থেকে ৫০ লাখ হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার কার্যক্রমের অংশহিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ সহায়তা পাবে বরগুনা জেলার আমতলী উপজেলার ৮ হাজার ৪ শ ৪৫ পরিবার।

 

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, উপজেলার ৮ হাজার ৪শ ৪৫টি পরিবার এ সুবিধা পাবেন। ১৪ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মোবাইলে টাকা পাঠিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে মে এবং জুন-এই দুই মাস দেশের ৫০ লাখ পরিবার ২ হজার ৫০০ করে টাকা পাবে।

 

বিকাশ, নগদ, রকেট ও শিওরক্যাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে টাকা পৌঁছে যাবে। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। সহায়তার এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদের আগে পৌঁছে দেয়া হবে। উদ্যোগটির সঙ্গে জড়িত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

 

আর পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে। তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কমরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, এ উপজেলার ০৭ টি ইউনিয়ন ০১টি পৌরসভার বিভিন্ন শ্রেনী
পেশার ৮ হাজার ৪শ ৪৫টি পরিবার এ সুবিধা পাবেন। বিশেষ নজরদারী নিখুত ভাবে যাচাই বাছাই করে নামের তালিকা চূড়ান্ত
করা হয়েছে । যথা সম্ভব ভুল যেন না হয় । এবং প্রকৃত যারা প্রাপ্য তারা যেন তালিকা থেকে বাদ না পরে সেই দিকে বিশেষ নজর
রাখা হয়েছে। আশা করি নগদ সহায়তা পেলে মানুষের দুর্দশা অনেকাংশ লাগব হবে।
মো. হাসান মৃধা

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net