বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ

বরিশাল বিভাগে করোনা শনাক্তে শীর্ষে রয়েছে মহানগর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শনাক্তে শীর্ষে রয়েছে বরিশাল নগর।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ সবচেয়ে বেশি শনাক্ত হয় গত বৃহস্পতিবার। ওইদিন বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সবশেষ হিসাব অনুযায়ী, বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৪ জনে, আর বিভাগে এ সংখ্যা ১ হাজার ৬৪ জন। বরিশাল ছাড়া বিভাগের অন্য জেলায় শনাক্ত ৪শ।

শুধু বরিশাল সিটি করপোরেশনসহ সদর উপজেলায় শনাক্ত ৫৭৮ জন। যেখানে বাকি ৯ উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১১৬ জন। আর এ হিসাব অনুযায়ী বরিশালের ১০ উপজেলায় মোট শনাক্ত থেকে প্রায় ৫ গুণ বেশি শনাক্ত বরিশাল নগরে।

এছাড়া মোট আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য এবং স্বাস্থ্যবিভাগে (ডাক্তার, নার্স, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী) কর্মরত ২শ জনের ওপরে রয়েছেন। বাকিদের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন।

আবার সুস্থ ও মৃত্যুর পরিসংখ্যানেও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে বরিশাল জেলা।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের করোনায় মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৭ জন। বিভাগে সুস্থ হয়েছেন ২৯৩ জন, যার মধ্যেও শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, দিন দিন অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এখনই সবাই সচেতন না হলে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করা অনেকটাই কঠিন অবস্থায় গিয়ে ঠেকবে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net