রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৫০

শিরোনাম :
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল
প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী’র ইন্তেকাল

প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী’র ইন্তেকাল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুকের সহধর্মিণী লায়লা শামীম আরা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জাহিদ ফারুকের ঘনিষ্টজন ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। তিনি বলেন, লায়লা শামীম আরা ভাবী দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভূগছিলেন।

 

 

উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে, এর পরে সিদ্ধান্ত নেয়া হবে জানাজা ও দাফন কোথায় করা হবে। বরিশালে মরদেহ নিয়ে আসা হবে কি না সে বিষয়েও সিদ্ধান্ত পরবর্তীতে নেয়া হবে বলে জানান তিনি।

 

 

এদিকে বরিশাল- ৫ (সদর) আসনের সাংসদ জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম আরার মৃত্যুতে জাহিদ ফারুক ও তার পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানাতে বৃহস্পতিবার সকালে তার বরিশাল নগরীর বটতলাস্থ বাসায় ছুটে যান আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংসদ আমির হোসেন আমু, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সদস্য কেবিএস আহমেদ কবির, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক, বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাতের স্ত্রী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ,

 

 

মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুনসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতির মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net